
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এতদিন মুখ্যমন্ত্রীর মুখ, পদপ্রার্থী, নির্বাচনের দিনক্ষণ নিয়ে জল্পনা, চর্চা ছিল। মঙ্গলবার দিল্লি ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। তারমাঝেই ভোটমুখী রাজধানী উত্তপ্ত হল মুখ্যমন্ত্রীর বাড়ি নিয়ে।
বুধবার দিনভর উত্তাল রাজধানীর রাজপথ। আপ সাংসদ সঞ্জয় সিং, দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ পৌঁছে যান দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে, সঙ্গে সংবাদমাধ্যম। সেখানে আবার পুলিশি বাধা। তৎক্ষণাৎ বাইরে বসে ধর্না। বিজেপির পাল্টা কটাক্ষ। সব মিলিয়ে ভোটের আগেই, শীতের মাঝে রাজধানীর পারদ যেন কিছুটা চড়ে গেল আজই।
ঠিক কী হয়েছে? বিজেপির অভিযোগ, আপ নেতা, দলের সুপ্রিমো, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে ৬ ফ্ল্যাগস্টাফ রোডের বাসভবনকে ঝাঁ চকচকে বানিয়েছেন। ব্যাস। তারপরেই ময়দানে আপ। আম আদমি পার্টি সাফ জানায়, তাহলে সংবাদ মাধ্যম ঘুরে দেখুক বাসভবন। তুলনা আসে ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনেরও।
বুধবার আপ-এর সঞ্জয় সিং এবং সৌরভ ভরদ্বাজ পৌঁছে যান সাংবাদিকদের নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে। কিন্তু ভিতরে প্রবেশের আগেই, পুলিশ তাঁদের বাধা দেয়। ক্ষুব্ধ আপ নেতারা বলেন, 'পুলিশ কেন বাধা দিচ্ছে? বিজেপি ভুল তথ্য ছড়াচ্ছে। বলছে এখানে সোনার শৌচালয় আছে, সুইমিং পুল আছে, মিনিবার রয়েছে। তাহলে আমরা সেগুলো দেখি, সংবাদ মাধ্যমও দেখুক। ' কেনই বা তাঁদের ভিতরে ঢুকতে দিচ্ছে না পুলিশ, তা নিয়েও বেশকিছুক্ষণ বচসা চলে। তারপর তাঁরা সেখানে ধর্নায় বসে পড়েন।
উল্লেখ্য, জেলমুক্তির পর, অরবিন্দ কেজরিওয়াল যেমন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন, একই সঙ্গে ছেড়েছেন মুখ্যমন্ত্রীর বাসভবন। তখন থেকেই দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন শূন্য। গেরুয়া শিবিরের নিশানায় এই বাসভবন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও শোনা গিয়েছে, 'যখন দিল্লিবাসী করোনার সঙ্গে লড়াই করছিলেন, অক্সিজেনের খোঁজ করছিলেন। আপ তখন শিশমহল-এ নজর দিয়ে, সেটিকে ঢেলে সাজাচ্ছিল।'
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও